বগুড়ায় মুশফিকের ব্যাট বিক্রির টাকায় সহায়তা পেলো ৩০০ পরিবার
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের অনলাইন নিলামে ব্যাট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বগুড়ায় প্রথমদিনে ৩০০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার মুশফিকের নিজ শহর বগুড়ার জিলা স্কুল মাঠে ও সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও মুশফিকের বগুড়া জিলা স্কুলের সহপাঠী মাসুদুর রহমান বাপ্পি সহ অন্যান্য সদস্যরা। জানা যায়, মুশফিক এই সহযোগীতা তার সহপাঠী মাসুদুর রহমান বাপ্পির মাধ্যমে পাঠিয়েছেন। উপহারের মধ্যে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ৬ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ২ কেজি আলু, আধা কেজি করে লবণ, পেঁয়াজ এবং একটি করে সাবান বিতরণ করা হয়। এ ছাড়া কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত ও নিম্ন–মধ্যবিত্ত ১০০ পরিবারকে ১ কেজি করে লাচ্ছা সেমাই ও চিনি, ২ কেজি সুগন্ধি চাল ও ২০০ গ্রাম গুঁড়া দুধ দেওয়া হয়েছে।
মাসুদুর রহমান বাপ্পি জানান, দুর্যোগকালীন সময়ে ক্রিকেটার মুশফিকের এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। ঈদের দিনকে ঘিরেও রয়েছে একটি বিশেষ আয়োজন।
এর আগে করোনা মোকাবেলার জন্য মুশফিকের নিজস্ব অর্থায়নে বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, পিপিই ও অন্যান্য সামগ্রী দেন। করোনা শুরু থেকে বগুড়ায় অসহায় পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান করে আসছেন মুশফিকুর রহিম।
দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট সম্প্রতি অনলাইন নিলামে ২০ হাজার মার্কিন ডলারে কিনে নেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। মুশফিক ঘোষণা দেন, ব্যাট বিক্রির এই পুরো অর্থই খরচ করা হবে দেশের করোনা আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদানে।