২৪ ঘন্টায় বগুড়ায় আরো ২৫ জনের কোভিড-১৯ পজিটিভ
বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের মধ্যে ২৫ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।
শনিবার ২৩ই মে, ১৮৮ টি নমুনা পরীক্ষা বগুড়া জেলার ১৬৩ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৫ জন ব্যক্তির করোনা পজিটিভ এবং জয়পুরহাট জেলার ২৪ টি নমুনার ৪ জনের পজিটিভ ও সিরাজগঞ্জের ১ টি ফলাফল নেগেটিভ এসেছে বলে খবরটি আজ রাত ৯ টায় নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় করোনা আক্রান্ত ২৫ জনের মধ্যে সদরের ১২জন, শাজাহানপুরের ৫ জন, শেরপুরের ৩ জন, গাবতলীর ২ জন, কাহালু, দুঁপচাচিয়া ও সোনাতলার একজন করে।
সদরের ১২জনের মধ্যে ১১জনই চেলোপাড়ার। তারা সবাই চাষীবাজারে কাজ করে। তারা সকলেই স্থানীয়ভাবে আক্রান্ত। বাকি একজন জহুরুলনগরের। তিনি শহরের মার্কেট থেকে আক্রান্ত।
শাজাহানপুরে আক্রান্ত মাঝিরার ২ জন আরেকজন শাকপালার ২ জন। তারা সকলেই ঢাকা ফেরত। বাকি একজনের তথ্য জানা যায়নি।
শেরপুরের শাহপাড়ার এক দম্পতি। ঢাকা ফেরত। অপরজন ঢাকায় পুলিশের কনস্টেবল। ১৯ তারিখে ঢাকা থেকে এসে ২০ তারিখে নমুনা দিয়ে আবারো ঢাকায় চলে যায়।
গাবতলী উপজেলার দুজনের মোবাইল বন্ধ থাকায় তথ্য পাওয়া যায়নি।
দুপচাচিয়ার তারোলা এলাকার এক নারী। তিনিও ঢাকা ফেরত।
সোনাতলার মূলশহরের একজন ব্যক্তি।তিনি স্থানীয় ভাবে আক্রান্ত।
এছাড়া কাহালু উপজেলার নারহট্টের এক ব্যক্তি সর্বশেষ তিনিও স্থানীয় ভাবেই আক্রান্ত ।
এই নিয়ে বগুড়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের।