বগুড়ায় ২৪ ঘন্টায় ৩ জন করোনায় আক্রান্ত
বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের মধ্যে বগুড়ার ৫৯ টি নমুনার মধ্যে ৩ জন ও জয়পুরহাটেের ১২৯ টি নমুনা পরিক্ষায় ১২ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।
বগুড়ায় নতুন করে ৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের সবাই বগুড়া সদরের।
আক্রান্ত ৩ জনের মধ্যে সেউজগাড়ীর মতি মসজিদের পাশে বাড়ির এক যুবক (ঢাকা ফেরত)। নাটাইপাড়ার এক নারী তিনি করোনায় আক্রান্ত কারারক্ষীর স্ত্রী। আরেকজন শুধু সদর দেয়া আছে। তার মোবাইল নম্বর ভুল থাকায় পুরো ঠিকানা ও আক্রান্তের ইতিহাস জানা যায়নি। বিষয়টি আজ রাত ৯টায় নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
এই নিয়ে বগুড়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। বর্তমানে ১৫৪ জন আক্রান্ত অবস্থায় আছেন।