আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ করলেন মুশফিকুর রহিম
২০০৫ সালে ইংল্যান্ড সফরে বগুড়ার সন্তান মুশফিকুর রহিম প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পান। ইংল্যান্ডের মাটিতে এটিই ছিলো বাংলাদেশের প্রথম সফর।
মুশফিকুর রহিম বগুড়া জিলা স্কুল ও বিকেএসপি এর ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুশফিক ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মুশফিক ইতিহাস বিভাগে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।
তার ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমেটে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেন। সেপ্টেম্বর ২০১১ থেকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান।
মূলত মুশফিক একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ছোটোখাটো গড়নের সবসময় হাস্যােজ্জ্বল মানুষটি উইকেটের পেছন থেকে পুরো বাংলাদেশ দলকে অনুপ্রেরিত করেন। দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি করেন। এছাড়াও অসংখ্য অসংখ্য রেকর্ড গড়েছেন তার পথচলায়। বাংলাদেশ জাতীয় দলের পঞ্চপাণ্ডব এর মধ্যে তিনি একজন। সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মাশরাফির সাথে তার নামও স্মরণ করে কোটি কোটি ভক্তরা।
সাবেক কোচ জেমি সিডন্স মনে করেন রহিমের ব্যাটিং এতটাই বহুমাত্রিক যে তিনি এক থেকে ছয় পর্যন্ত যেকোনো অর্ডারে খেলতে পারেন।