কাহালুতে মাটির দেওয়াল ধসে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নজির উদ্দিন সরদার (৭০) তার নিজ বাড়ির মাটির দেওয়াল ধসে মারা যান।
মৃত নজির উদ্দিন সরদারের বাড়ির দুটি অংশ ছিল, একাংশ ইটের তৈরী পাকা ও অপর অংশ ছিল দো’তলা মাটির। বুধবার ভোরে ঝড় চলাকালীন সময়ে তার বাড়ির মাটির কাঁচা একটি ঘরে অবস্থান করছিলেন, এসময় ঝরের প্রকোপে তার শরীরের উপর মাটির দেওয়ালটি ধসে পরে। এ অবস্থা থেকে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তিনি দুই বার উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে কাহালুর বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন।
তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল-হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, নারহট্ট ইউপি চেয়ারম্যান, আ’লীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।