বগুড়ায় একদিনেই করোনা আক্রান্ত হাফ সেঞ্চুরি

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৮২ টি পাঠানো নমুনা পরীক্ষার পরীক্ষার ফলাফলে সর্বমোট ৫২ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।
বুধবার ২৭ মে, তিনটি শিফটে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা বগুড়া জেলার ১৬৬ টি নমুনা পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ ৫০ জন ব্যক্তির করোনা পজিটিভ, জয়পুরহাট জেলার ৪৮টি নমুনার ফলাফলে ১ জন পজিটিভ, সিরাজগঞ্জ জেলার ৬৫ টি নমুনার ফলাফলে ১ জন পজিটিভ এবং গাইবান্ধার ৩ টি নমুনা পরীক্ষার ফলাফলে সবগুলো নেগেটিভ এসেছে বলে খবরটি আজ রাত ৯ টায় বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
আক্রান্তের সবচেয়ে বেশি বগুড়া জেলায় ৫০ জন, এদের মধ্যে পুরুষ ৩৬ জন ও মহিলা ১৪জন। সবার বয়স ১বছর থেকে সর্বোচ্চ ৭৩ বছরের মধ্যে।
বগুড়া সদর উপজেলার করোনা আক্রান্ত ৩৩ জনের মধ্যে চেলোপাড়া নাটাইপাড়া, চাষীবাজার, মালতীনগর, সূত্রাপুর, ঠনঠনিয়া, মালগ্রাম, দত্তবাড়ি, কাটনারপাড়া, বৃন্দাবনপাড়া, নামাজগড়, বৌবাজার, ফকিরপাড়া, বনানী, গণ্ডগ্রাম, জোড়গাছা, নামুজা, গোলাবাড়ি, ফরিদপুর, মহিষাবান, সোনাকানিয়া, হাজীপাড়া এলাকার ব্যক্তি রয়েছে।
এছাড়া গাবতলী উপজেলার ৮জন, শাজাহানপুর উপজেলার ৫ জন, সোনাতলা উপজেলার ২জন, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার একজন করে বলে জানান ডেপুটি সিভিল সার্জন ।
তিনি আরো জানান বগুড়ায় সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি আক্রান্ত হওয়ায় প্রত্যকের বিস্তারিত তথ্য জানানো সম্ভব হলো না।
এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ২৪০ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৮জন।
মৃত- ১ জন। বর্তমান করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২১ জন।