সারাদেশ

সিরাজগঞ্জে নৌকাডুবিতে এ পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুইজনের লাশ পাওয়া গেছে।

জেলার এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, বুধবার সকালে ডুবুরিরা এই দুইজনের লাশ উদ্ধার করেন।

তারা হলেন জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের আমজাদ হোসেন (৪০) ও আজিজল হক (৩৮)।

ওসি মাসুদ বলেন, এই নিয়ে এক শিশুসহ মোট পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হল। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচর এলাকায় ঝড়ো হাওয়ায় যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। সে সময় স্থানীয়রা অনেককে উদ্ধার করতে পারলেও ১৫ জন নিখোঁজ হন।

ওসি মাসুদ বলেন, নৌকা ডুবির পর থেকে বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এছাড়া টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনাসহ আশপাশের সব থানায় খবর দেওয়া হয়েছে।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার ভাটি পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। তবে নদীতে প্রবল স্রোত ও বাতাসের কারণে তাদের বেগ পেতে হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তারপর পরবর্তী সিদ্বান্ত নেওয়া হবে। – বিডিনিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button