ধুনট উপজেলা

বগুড়ার ধুনটে মদ্যপানে ২জনের মৃত্যু

বগুড়ার ধুনটে রেকটিফাইট স্পিরিট পানে ২ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই যুবক হলেন, আল আমিন (২৫) ও আব্দুল আলীম (৩০)। আল আমিন উপজেলার ঈশ্বরঘাট গ্রামের আবদুল্ললাহ অরফে আব্দুর রশিদের ছেলে ও আব্দুল আলীম একই গ্রামে আজিজার রহমান প্রামানিকের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ঈদ আনন্দ করতে বুধবার সকালে আল আমিনসহ ৫ বন্ধু ঘুরতে বের হয়। এসময় তারা মদ হিসেবে রেকটিফাইট স্পিরিট পান করে দুপুরে বাড়িতে আসে। হঠাৎ করে নিজ বাড়ীতেই আল আমিন ও আব্দুল আলিম অসুস্থ হয়। বিকাল ৫টায় আল আমীন তার নিজ বাড়ীতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে। স্বজনরা আব্দুল আলীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে সে নিজেই রেকটিফাইট স্পিরিট পান করার কথা বলে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলীম মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গাজী মোহাম্মাদ সালাহ উদ্দিন জানান, রেকটিফাইড স্পিরিট পান করা অসুস্থ্য অবস্থায় আব্দুল আলীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেকটিফাইড স্পিরিট পান করে ২ যুবকের মৃত্যু হয়েছে। আব্দুল আলীমের মৃত দেহ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button