দুর্ঘটনা
সকালেই এনে ভর্তি করালাম, বিকালে ভালো আর এখন সে নেই

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে করোনা আক্রান্ত হয়ে ভর্তি থাকা আইসোলেশন বিভাগে মারা যায় চার জন পুরুষ ও একজন নারী সহ মোট পাঁচ জন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
হাসপাতালের সামনে উপস্থিত এক রোগীর অভিভাবক জানান, সকালে আমি নিজে এসে ভর্তি করালাম, বিকেল বেলা রেখে গেলাম। রাতে এসে জিজ্ঞাস করলাম আমার পেসেন্ট কেমন আছে। তাদের রেস্পন্ডস কেমন? দ্বায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী জানালেন, খাবার খেয়েছে এখন ভালো আছে। তারপর এই ঘটনা। আমার পেসেন্ট আমার সামনে দিয়ে নিয়ে গেলো। দেখলাম মারা গেছে।
উল্লিখিত ইউনাইটেড হাসপাতালের অগ্নিকান্ড ঘটে হাসপাতালের বাইরে থাকা বিদ্যুতের শর্টসার্কিট থেকে। এসময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সিয়াম সাদিক/বগুড়া লাইভ