দেশের ৩৪টি জেলায় ঢাকা-বরিশালসহ দক্ষিণ অঞ্চলে লঞ্চ ও সরকারি স্টিমার চলাচল শুরু হবে রবিবার থেকে। তাই আজ (শনিবার) থেকে রাজধানীর সদরঘাট এলাকায় দীর্ঘদিন অলস পড়ে থাকা লঞ্চ ও স্টিমার গুলি পরিষ্কার করে চলাচলের জন্য প্রস্তুতি নিচ্ছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচারক একেএম আরিফ উদ্দিন বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লঞ্চ মালিক ও নৌ-পরিবহন মন্ত্রাণালয় এবং বিআইডব্লিউটিএর যৌথভাবে লঞ্চ ও স্টিমার রবিবার থেকে চলাচল করবে। ঢাকা, বরিশাল, চাঁদপুর, শরিয়তপুর, মুলাদী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, খুলনা ও মোড়লগঞ্জসহ ৩৪জেলায় নিয়মিত যাত্রী সেবায় নৌযান চলাচল করবে।
এমভি পারাবত লঞ্চ কোম্পানির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া জানান, করোনা মোকাবেলা ও করোনা রোধে যাত্রীদের দূরত্ব বজায় রাখতে ধারণ ক্ষমতার চেয়ে অর্ধেক যাত্রী বহন করার জন্য লঞ্চের মাস্টার ও স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ভাড়া বৃদ্ধির বিষয়টি এখনও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
শনিবার বিকেলে লঞ্চ মালিক সমিতি ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ সভায় ভাড়া নতুন করে ঠিক করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।