বগুড়া সদর উপজেলা

বগুড়া সদরে বজ্রপাতে একজনের মৃত্যু


বগুড়া সদরে বজ্রপাতে শফিকুল ইসলাম (লবা) (৪৮ ) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে তেলিহারা উত্তরপাড়া গ্রামে মাঠে গরুকে খাওয়ানোর জন্য যান। সে সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উল্লিখিত উপজেলার তেলিহারা গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম গরু নিয়ে মাঠে যায়। মাঠে একব্যক্তি পরে আছেন দেখে স্থানীয় একজন তার বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর পরপরই তার আশের পাশের গ্রামের লোকজন সেখানে ভীড় করে। বজ্রপাতে মৃত্যুর সংবাদে গ্রামে এখন শোকের মাতম চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button