করোনা আপডেট

বগুড়ায় ২৪ ঘন্টায় ২৯ জনের করোনা শনাক্ত

করোনা আক্রান্তের দিক থেকে শীর্ষে বগুড়া সদর

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১৮৮ টি পাঠানো নমুনা পরীক্ষার পরীক্ষার ফলাফলে সর্বমোট ৩১ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।

শনিবার ৩০ মে, মোট ১৮৮ টি নমুনা পরীক্ষার মধ্যে বগুড়া জেলার ১৫৬ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৯ জন ব্যক্তির করোনা পজিটিভ, জয়পুরহাট জেলার ৩২ টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা করোনা পজিটিভ হয়েছে বলে খবরটি আজ শজিমেকের যান্ত্রিক জটিলতার কারণে ৮ টার পরিবর্তে রাত ৯:৩০ টায় তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় আক্রান্ত মধ্যে সদর উপজেলার সবচেয়ে বেশি ২০ জন, এছাড়া শেরপুর উপজেলায় ২ জন, শাজাহানপুর উপজেলায় ২ জন, ধুনট উপজেলায় ২ জন, এবং আদমদিঘী ও দুপচাঁচিয়া উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন ।

আক্রান্তের মধ্যে পুরুষ ২৩ জন এবং মহিলা ৬ জন।

এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৩২২ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২০জন।
মৃত- ১ জন।
বর্তমান করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০২ জন।

ডেপুটি সিভিল সার্জন বলেন, করোনা থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা সহ অপ্রয়োজনীয় ভাবে বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button