করোনা আপডেট

বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৫ জনের করোনা শনাক্ত

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২ প্লেটে ১৮৮ টি পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে সর্বমোট ৩৭ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে। এছাড়াও বগুড়ায় বেসরকারীভাবে প্রথম আজ নমুনা পরীক্ষা করা হয় টিএমএসএস মেডিকেল কলেজের রিয়েল টাইম পলিমেরাস চেইন রিয়্যাকশন (আরটি পিসিআর) ল্যাবে। সেখানে আজ ৫টি নমুনা পরীক্ষা করা হয় এবং সবগুলোর ফলাফল নেগেটিভ আসে।

আজ রবিবার ৩১ মে, মোট ১৮৮ টি নমুনা পরীক্ষার মধ্যে বগুড়া জেলার ১৭৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৫ জনের করোনা পজিটিভ, জয়পুরহাট জেলার ৪ টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজিটিভ এবং সিরাজগঞ্জের ৭ টি ফলাফলের মধ্যে সবগুলোই নেগেটিভ এসেছে বলে খবরটি আজ রাত ৮টায় ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলার সবচেয়ে বেশি ১২ জন। তাদের মধ্যে চেলোপাড়ার ৫ জন, মাটিডালির ২ জন এবং উল্লেখযোগ্য এলাকার মধ্যে সেউজগাড়ি, জলেশ্বরীতলা ও রাজাবাজারের ১ জন।

এছাড়া শেরপুর উপজেলায় ৭ জন, গাবতলী উপজেলায় ৪ জন, ধুনট উপজেলায় ৩ জন, সারিয়াকান্দি উপজেলায় ৩ জন, নন্দীগ্রাম উপজেলায় ৩ জন এবং দুপচাঁচিয়া, শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলায় ১ জন করে আক্রান্ত হয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা ১জন, নারীর সংখ্যা ০৯ জন এবং পুরুষের সংখ্যা ২৫ জন। বয়স অনুপাতে (০-১৮) বছরের মধ্যে শিশু একজন, (১৮-৪০) বছরের মধ্যে ২৫ জন, (৪১-৫০) বছরের মধ্যে ২ জন এবং (৫১-৭০) বছরের মধ্যে ৭ জন।

এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৩৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২০জন। মৃতু হয়েছে ১ জনের। বর্তমান করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৩৭ জন।

ডেপুটি সিভিল সার্জন বলেন, করোনা থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা সহ অপ্রয়োজনীয় ভাবে বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button