উপজেলাকাহালু উপজেলা

বগুড়ার কাহালুতে চুরি হওয়া বাসের ব্যাটারী সহ ২ জন গ্রেফতার

বগুড়ার কাহালুতে বাসের ৪টি চোরাই ব্যাটারী সহ চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইন্দুখুর বাজারের পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম শহিদ (৪৮) ও ডোমরগ্রামের বাস চালক মানিক মিয়া (৪৮) কে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।

গতকাল বিকালে শহিদুল ইসলামকে ইন্দুখুর বাজারে অবস্থিত তার নিজ ঔষধের দোকান ও চালক মানিককে ডোমরগ্রাম তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, এলাকায় দীর্ঘদিন যাবৎ শহিদ বিভিন্ন অপরাধের সাধে জড়িত ছিল, শহীদ গ্রেফতার হওয়ার পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

ঘটনার সত্যতা জানিয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম বগুড়া লাইভকে বলেন, ব্যাটারী চুরির ঘটনায় বাস মালিক বাদী হয়ে কাহালু থানায় মামলা করেছেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button