করোনা আপডেট
বগুড়ায় করোনা থেকে সুস্থ হলেন আরো এক ব্যক্তি
বগুড়ায় করোনা থেকে সুস্থ হলেন আরো এক ব্যক্তি। আজ ২ জুন মঙ্গলবার বগুড়া শিবগঞ্জ উপজেলার কানতারা এলাকার জামিরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল।
ডা. শফিক আমিন কাজল জানান, সুস্থ হওয়া ব্যক্তি গত ২৬ মে করোনা পজিটিভ হন। চিকিৎসার পর আজ তার করোনার ফলাফল নেগেটিভ আসায় বেলা সাড়ে ১২টায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ডা. কাজল আরো জানান, বর্তমানে আইসোলেশনে মোট ৫৪ জন ভর্তি আছেন। যাদের মধ্যে করোনা পজিটিভ আক্রান্তের সংখ্যা ৫০ জন এবং বাঁকি ৪ জন উপসর্গ নিয়ে ফলাফলের অপেক্ষায় আছেন।
গতকাল পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৩৯২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। মৃত্যু হয়েছে ১ জনের। বর্তমানে করোনা পজিটিভ আক্রান্তের সংখ্যা ৩৭১ জন।