জাতীয়
সারাদেশে ৫ হাজারের বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
সারাদেশে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে এবং ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য কোয়ারেন্টিনে রয়েছে। এর মধ্যে ২ হাজারের বেশি পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পুলিশ সদর দফতর সূত্রে জানা যায় এসব তথ্য।
জানা জায়, মঙ্গলবার (২ জুন) সকালের হিসাব অনুযায়ী করোনায় সারাদেশে ৫ হাজার ৩৩৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ৩১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৩ জন।
আরও জানা যায়, মঙ্গলবার (২ জুন) পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০৬ জন আর মারা গেছেন ১৫ জন পুলিশ সদস্য। – নিউজ তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন