করোনা আপডেট

বগুড়ায় করোনা থেকে সুস্থ হলেন আরো দুজন, মোট সুস্থ ৩৫জন

বগুড়ায় করোনা থেকে সুস্থ হলেন আরো দুজন ব্যক্তি। আজ ৩ জুন বুধবার বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকালতলা এলাকার শেখ সাদী (৪৫) নামে এবং বগুড়া জলেশ্বরীতলা এলাকার আমিনুল ইসলাম (৩২) নামের এই দুজন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল।

ডা. শফিক আমিন কাজলের তথ্যমতে, মোকামতলার শেখ সাদী গত ১৮ মে করোনা পজিটিভ হন। এরপর আবার ২৪ মে নমুনা দেন সেখানেও তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে তার করোনা ফলাফল আসেনি। প্রায় ২০ দিন অতিবাহিত হওয়ার পর তার উপসর্গ না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নীতিমালা ভার্সন ৭ অনুযায়ী তাকে ছাড়পত্র দেয়া হয়। এছাড়া জলেশ্বরীতলার আমিনুল গত ২২ তারিখে করোনা পজিটিভ হন। তিনি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার পর তার করোনার ফলাফল নেগেটিভ আসায় তাকেও ছাড়পত্র দেয়া হয়। আজ দুপুর ২ টায় তাদের ছাড়পত্র দেয়া হয় বলে জানান ডা. কাজল।

গতকাল পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৪৪৯ জন। আজকের দুজন সহ মোট ৩৫ সুস্থ হওয়ায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১৪ জন। তবে জেলায় মৃত্যু হয়েছে ১ জনের।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button