করোনা আপডেট
বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৬ জনের করোনা শনাক্ত
বগুড়া জেলায় আজ বুধবার এক দিনেই আরও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭ জন, মহিলা ৭ জন ও শিশু ২ জন। এর মধ্যে সদরেই আছেন ১৪ জন। সদরের মধ্যে সংক্রমিত মালগ্রাম, জলেশ্বরীতলা, ঠেঙ্গামারা এলাকার।
জেলায় সংক্রমণের শীর্ষে এখন সদর উপজেলা। অন্যান্য উপজেলার মধ্যে শাজাহানপুরে ২জন, গাবতলীতে ২জন, শেরপুরে ২জন, দুপচাচিয়ায় ৪জন, সারিয়াকান্দি ও ধুনটে একজন করে।
এ নিয়ে জেলায় ৪৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। সুস্থ হয়েছেন ৩৫ জন। মৃত্যুবরণ করেছেন ১ জন। বর্তমানে বগুড়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৩৯ জন। খবরটি আজ বুধবার রাত ৮ টায় এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বুধবার ৩ জুন, শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ১৫৩(১৫ পজিটিভ)ও টিএমএসএস এর ২৮ ফলাফলে বগুড়ায়(১১জন পজিটিভ) আসে।