আন্তর্জাতিক খবর

ড্রোন হামলায় নিহত লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূল হোতা

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূল হোতা খালেদ আল-মিশাই ঘারিয়ানে ড্রোন হামলায় নিহত হয়েছেন। লিবিয়ার বিমানবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন হাফতার মিলিশিয়া বাহিনীর অন্যতম সদস্য খালেদ মিশাই।

মঙ্গলবার দ্য লিবিয়া অবজারভার ভেরিফাইড পেজে এক টুইটে এই তথ্য জানিয়েছে।

আরও জানিয়েছেন, গত বুধবার লিবিয়ার অপহরণকারীদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ ও সুদানের অভিবাসন প্রত্যাশীরা স্থানীয় এক অপহরণকারীকে মেরে ফেলেন। একারনে পরদিন মিলিশিয়ারা নির্মমভাবে বাংলাদেশের ২৬ অভিবাসীকে গুলি করে হত্যা করে। আহত হন আরও ১১ বাংলাদেশি।

লিবিয়ায় নিহত হওয়া ২৬ বাংলাদেশিই ছিলেন মানবপাচারের নির্মম শিকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button