বগুড়ায় জ্বর, শ্বাসকষ্ট ও কাঁশি নিয়ে আরো এক ব্যক্তির মৃত্যু

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে গড়ে ওঠা আইসোলেশনে জ্বর, শ্বাসকষ্ট, কাঁশি নিয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ জহুরুল ইসলাম বাবু (৫৫)। তার বাড়ি বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের শৈলাল গ্রামে। জানা যায় তিনি একটি ঔষধ কোম্পানিতে চাকুরী করতেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মোহাম্মদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল।
ডা. কাজলের দেয়া তথ্যমতে, মৃত ব্যক্তিটি আজ বৃহস্পতিবার সকাল ৭:৪৫ মিনিটে বগুড়া টিএমএসএস এর রফাতুল্লাহ কমিনিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জ্বর শ্বাসকষ্ট, কাঁশি নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে সাথে সাথে ভেন্টিলিটারে নেয়া হয়। এরপরও অবস্থার অবনতি ঘটলে তিনি সকাল সাড়ে ৮ টায় মারা যান।
ডা. কাজল আরো জানান, মৃত ব্যক্তির করোনা ছিলো কিনা তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। তার লাশ জীবাণুমুক্ত করে তার বাড়িতে পাঠানো হবে।