করোনা আপডেট

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়লো

বিশ্বে এখন পর্যন্ত ৬৫ লাখ ৬৭ হাজার ৫৯২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।

এছাড়া আক্রান্তদের মধ্যে ৩১ লাখ ৬৯ হাজার ৩৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। করোনাভাইরাসের পরিসংখ্যান প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।বর্তমানে ৩০ লাখ ১০ হাজার ৬২৫ জন করোনা রোগীর মধ্যে ২৯ লাখ ৫৬ হাজার ৪২৫ জনের অবস্থা স্থিতিশীল। এছাড়া ৫৪ হাজার ২০০ জনের অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে টালমাটাল যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১ হাজার ৭৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজার ১৪২ জন। এছাড়া সেখানে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ৬৭০ জন।শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় সাত নম্বরে থাকা প্রতিবেশী দেশ ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৮২৪ জন। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৮৮ জন।তালিকার ২১ নম্বরে অবস্থান করা বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন এবং মারা গেছেন ৭৪৬ জন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button