করোনা আপডেট

২৪ ঘন্টায় বগুড়ায় আরো ৪২ জনের শরীরে করোনা শনাক্ত

বগুড়ায় নতুন করে একদিনেই আরও ৪২ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা ১৮ জন, মহিলা ৪ জন ও শিশু রয়েছে ৫ জন।
আক্রান্ত দের মধ্যে সদর উপজেলার’ই রয়েছেন ২৮ জন।

অন্যান্য উপজেলার মধ্যে ধুনটের ২ জন,গাবতলীতে ২ জন, শেরপুর উপজেলায় ৮ জন, কাহালু ও শাজাহানপুরের ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবরটি বৃহস্পতিবার রাত টায় নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

এ নিয়ে জেলায় মোট ৫১৭ জন ব্যক্তি করোনা শনাক্ত হলেন। মোহাম্মদ আলী হাসপাতাল ও বিভিন্ন উপজেলায় হোম আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন ৪৮ জন। মৃত্যুবরণ করেছেন ১ জন। বর্তমানে বগুড়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৬৮ জন।

বৃহস্পতিবার ৪ জুন, শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ১৬৩(২৭ পজিটিভ)ও টিএমএসএস এর ৪২ টি ফলাফলে বগুড়ায়(১৫ জন পজিটিভ) আসে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button