উপজেলাকাহালু উপজেলা
বগুড়ার কাহালুতে বজ্রপাতে ১জনের মৃত্যু, আহত ৩
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল বাজার সংলগ্ন এরুইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ধান বস্তা করার সময় বজ্রপাত আপতিত হয়।
ঘটনাস্থলেই মোকলেছার রহমান (৫৫) নামক এক কৃষকের মৃত্যু হয়। সাথে থাকা আরোও ৩ জন গুরুত্বর আহত হয়। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত মোকলেছার রহমান এরুইল মধ্যাপাড়া মৃতঃ কছিমুদ্দিনের পুত্র। আহতরা হলেন এরুইল মধ্যাপাড়া মোহসিনের পুত্র (৩৫), একই গ্রামের হাসান আলী (৪০) ও এরুইল বাজারের ব্যবসায়ী মামুন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম বজ্রপাতে মোকলেছার রহমানের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।