করোনা আপডেট
বগুড়ায় একদিনে ৫২ জনের করোনা শনাক্ত
বগুড়ার ৩ উপজেলায় নতুন করে আরও ৫২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৩২ জন পুরুষ, মহিলা ১৬ ও শিশু ৪ জন।
এ নিয়ে জেলায় কোভিড–১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৯ জনে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪ জন। বর্তমানে বগুড়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫১৬ জন। শুক্রবার রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
আক্রান্তদের মধ্যে বরাবরের মতোই সদর উপজেলায় সর্বোচ্চ ৪২জন, শাজাহানপুরে ৮জন ও শেরপুরে ২জন করোনা পজিটিভ হয়েছে।
শুক্রবার ৫ জুন, শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ১৮৬ জনের ৩৯ জন পজিটিভ ও টিএমএসএস এর ২০টি ফলাফলে বগুড়ায় ১৩জন পজিটিভ আসে।