বগুড়া শাজাহানপুরে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার
বগুড়ার শাজাহানপুরে মিম আকতার (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকালে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম বুড়িতলা এলাকায় ফাঁকা মাঠে তার মরদেহ পাওয়া যায়।
নিহত মিম আকতার কাহালু উপজেলার কচুয়া গ্রামের মিন্টুর মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে সহকারী অপারেটর পদে কাজ করতেন।
জানা গেছে, শুক্রবার সকালে বনানী-রানীর হাট সড়কে গন্ডগ্রাম বুড়িতলা ফাঁকা মাঠে এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশ সেখানে পৌঁছে মরদেহের পাশে পরিচয় পত্র দেখে তার পরিবারকে সংবাদ দেয়। নিহতের মা খারুন্নাহার জানান, তিনি বগুড়া শহরের ঠনঠনিয়ায় বসবাস করেন। তার মেয়ে মিম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয়। রাত ১২টা পর্যন্ত মেয়ের সাথে মোবাইল ফোনে তার যোগাযোগ হয়। এরপর থেকে ফোন বন্ধ ছিল।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে রাতে তাকে অন্য কোথাও হত্যা করে কোনো যানবাহনে করে মরদেহ ফাঁকা মাঠে ফেলে রাখা হয়েছে।