করোনা আপডেট

বগুড়ায় একদিনেই ৬০ জনের করোনা শনাক্ত

বগুড়ায় মোট ৬২৯ জন আক্রান্তের মধ্যে বগুড়া সদরেই ৩৯৬ জন।

বগুড়ার একদিনে নতুন করে আরও ৬০ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের শুরু থেকে আজ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হলেন।
আক্রান্তদের ৩৯ জন পুরুষ, মহিলা ১৬ ও শিশু ৫ জন।

এ নিয়ে জেলায় কোভিড–১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২৯ জনে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। বর্তমানে বগুড়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫৭০ জন। শনিবার রাত ৯ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

আক্রান্তদের মধ্যে বরাবরের মতোই সদর উপজেলায় সর্বোচ্চ ৫০ জন, কাহালু উপজেলায় ৭ জন ও শেরপুরে ২জন ও শিবগঞ্জে একজন ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন।

শনিবার ৬ জুন, শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার সবগুলো পরীক্ষার ফলাফলে ৪৬ জন পজিটিভ ও টিএমএসএস এর ৫২ টি ফলাফলে বগুড়ায় ১৪ জন পজিটিভ আসে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button