করোনা আপডেট
বগুড়ায় করোনায় প্রাণ গেলো আরো এক নারীর
বগুড়ায় করোনায় প্রাণ গেলো আরো একজন নারীর। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল।
ডা. কাজলের তথ্যমতে, মৃত নারীর নাম পারভিজ চপল (৫৯)। তার বাড়ি শহরের কলোনী এলাকায়। তিনি গত ৫ মে করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে ভর্তি হন। তিনি জ্বর, কাঁশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার অবস্থার অবনতি ঘটলে আজ সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত নারীর লাশটি জীবাণুমুক্ত করে দাফনের জন্য পরিবারের কাছে পাঠানো হবে বলে জানান ডা. শফিক আমিন কাজল।
বগুড়ায় এ নিয়ে করোনায় মৃত্যু হলো মোট ৭ জনের।