বগুড়ায় করোনা সংক্রমণের শীর্ষে সদর উপজেলা
বগুড়ায় করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন হু হু করে বেড়েই চলছে। জেলায় সবচেয়ে বেশি সংখ্যক করোনা শনাক্ত হয়েছে সদর উপজেলায়।
গত ৬ জুন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬২৯ জন।এর মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় ৩৯৬ জন। বিষয়টি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন
গতকাল একদিনেই জেলায় মোট ৬০ জন ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে পুরুষ ৩৯ জন, নারী ১৬ জন ও শিশু ৫ জন। আক্রান্ত দের মধ্যে সবচেয়ে বেশি সদরে ৫০ জন।
অন্যান্য উপজেলায় করোনা সংক্রমণের চিত্র শাজাহানপুরে ৪২ জন, গাবতলী ৩৪ জন, কাহালু ২৪ জন, শেরপুর ৪২ জন, সারিয়াকান্দি ২৩ জন, সোনাতলা ১১ জন,শিবগঞ্জে ১০ জন, আদমদিঘী ১২ জন, দুপচাঁচিয়া ১৩ জন, নন্দীগ্রামে ৮ জন, এবং ধুনটে ১৪ জন করোনায় আক্রান্ত।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বগুড়ায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৬ শত ৬৪ জনের। মোট ফলাফল এসেছে ৬ হাজার ২ শত ৫৪ জনের। মোট করোনা শনাক্ত হয়েছে ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন এবং আজ রবিবার একজন সহ মোট মৃত্যুবরণ করেছেন ৭ জন।
অন্যান্য উপজেলার তুলনায় সদরে করোনা সংক্রমণ বেশি হওয়ার প্রধান কারণ হিসাবে ডেপুটি সিভিল সার্জন বলেন, বগুড়া জেলার মধ্যে সদর উপজেলা ট্রানজিট পয়েন্ট। এখানে বিভিন্ন উপজেলা হতে কেনাকাটা সহ বিভিন্ন কাজ কর্মে মানুষ আসে, বিভিন্ন দেশ হতে প্রবাসী জনসাধারণ বিভিন্ন কাজকর্ম করতে বগুড়ায় আসেন। এজন্যই সদর উপজেলায় করোনা সংক্রমণ বেশি।
করোনা এই ভয়াবহ সংক্রমণ ঠেকাতে জনসাধারণ কে ঘরে অবস্থান করতে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।