করোনা আপডেট

বগুড়ায় পূর্বের সব রেকর্ড ভেঙ্গে নতুন করে ১৬১ জনের করোনা শনাক্ত

বগুড়ায় নতুন করে আরও ১৬১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শজিমেকের ৪১ টি, টিএমএসএসের ১৮ টি এবং ঢাকা হতে প্রাপ্ত ফলাফলের সমন্বয়ে বগুড়ায় আজ মোট ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় কোভিড–১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯০ জনে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। মৃত্যুবরণ করেছেন ৭ জন। বর্তমানে বগুড়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৭৩০ জন। রবিবার রাত ৮ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়া করোনা পরিস্থিতি লাইভ

রবিবার ৭ জুন, শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার সবগুলো পরীক্ষার ফলাফলে ৪১ জন পজিটিভ ও টিএমএসএস এর ৩৫ টি ফলাফলে বগুড়ায় ১৮ জন পজিটিভ আসে।

এছাড়াও গত ৩০ এবং ৩১ মের ৫৫০ টি নমুনার ফলাফলে ১০২ জনের করোনা পজিটিভ এসেছে। ঢাকা হতে আসা ফলফলের মধ্যে ১০২জনের উপজেলা ভিত্তিক তথ্য পাওয়া যায়নি। তবে বাঁকি ৫৯ জনের মধ্যে পুরুষ ৪২ জন,মহিলা-১২ জন ও শিশু রয়েছে ৫জন।

বগুড়ায় পরীক্ষিত ফলাফলের ৫৯ জনের মধ্যে সদরের ৪৩ জন, শাজাহানপুরের ৫জন, গাবতলীর-৫জন, শিবগঞ্জের ৪জন এবং নন্দীগ্রামের ২জন করোনা পজিটিভ বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button