বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ভ্যান চালকের পড়ে থাকা লাশ উদ্ধার করলো পুলিশ

অসংখ্য মানুষ তাকে অসুস্থ দেখলেও করোনা আতঙ্কে কাছে যায়নি।

বগুড়া শহরের কাঠালতলা এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জেলা পুলিশ। আজ রোববার সকাল ৮টায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সালামত (৫০), তিনি পেশায় ভ্যান চালক। সে শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্ব পাড়া গ্রামের মৃত পরী সোনার ছেলে।

পুলিশ ধারণা করছে, রোববার ভোরের দিকে তিনি মারা যান। তবে দীর্ঘক্ষন লাশ পড়ে থাকলেও আতঙ্কে পথচারীদের কেউ তার কাছে আসেনি। পরে খবর পেয়ে পুলিশ আজ সকাল ৮ টায় তার লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বগুড়া সদর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এস আই) খোরশেদ আলম রবি মৃত্যুবরণকারীর ছেলে শহিদুলের সাথে কথা বলে জানান, তিনি শহরের তরমুজের আড়তে ভ্যান চালক হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন শ্বাসকষ্টে ভূগছিলেন তিনি। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যরা জানলেও রাত বেশি হওয়ার কারণে তার কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে শহরের অসংখ্য মানুষ তাকে অসুস্থ দেখলেও করোনা আতঙ্কে কাছে যেতে চায়নি।

এসআই খোরশেদ আলম রবি আরো জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, আমাদের ধারণা শ্বাসকষ্টজনিত সমস্যায় তার মৃত্যু হয়েছে।

বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বগুড়া লাইভকে জানান, মৃত ব্যক্তির সুরতহালে যদি কোন করোনা উপসর্গ উল্লেখ থাকে তবে অবশ্যই তার নমুনা পরীক্ষা করা হবে।

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, শুনেছি তিনি রাত থেকে অসুস্থ হয়ে কাঠালতলায় ছিলেন। অনেক মানুষ দেখলেও নিজেরা কিছু করেনি এমনকি থানাতেও কোন খবর দেন নি। তিনি বলেন যদি সময়মতো আমাদের জানানো হতো তাহলে আমরা সালামতকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম। তিনি আক্ষেপ করে বলেন দীর্ঘ সময় পড়ে থাকলেও পড়ার ভয়ে কেউ কাছে যায়নি পরে খবর পেয়ে আমাদের একটি টিম তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় তার পরিবারের সদস্যরাও থানায় এসেছে লাশের ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button