করোনা আপডেট

বগুড়ায় করোনা জয় করলেন পুলিশের ১৫ সদস্য

বগুড়ায় করোনা জয় করে পুনরায় নিয়মিত কর্তব্যে নিয়োজিত হয়েছেন জেলা পুলিশ সদস্যের ১৫ সদস্য।
এর আগে করোনা পজিটিভ হওয়ায় তারা বগুড়া পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন।

আজ বিকেল ৪ টায় বগুড়া পুলিস লাইন্সে তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া।

এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান সহ আরো অনেকে।

করোনা জয়ী পুলিশ সদস্যরা

করোনা জয় করা পুলিশ সদস্যরা হলেন, ১.এসআই মোঃ আঃ বারী ২. এসআই মোজাহার আলী ৩. এসআই বাবুল হোসেন ৪. এসআই ইলিয়াস কাঞ্চন ৫. এটিএসআই সিরাজুল ইসলাম ৬. কন্সটেবল আজিজুল হক ৭. কং শ্রী সুজন ৮. কং মিজানুর রহমান ৯. কং শ্রী অসীম কুমার ১০.নায়েক মোঃ রফিকুল ইসলাম ১১. কং আল বাসির ১২. কং তাহিদুল ইসলাম ১৩. কং মোঃ অপূর্ব ইসলাম ১৪. নারী কং মোসলিমা বানু এবং ১৫. কং মোঃ আনিছুর রহমান।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button