বগুড়ায় কর্মহীন তৃতীয় লিঙ্গের মানুষের পাশে লাইট হাউজ

লাইট হাউস করোনা মহামারীর প্রভাব মেবাবেলার অংশ হিসাবে আইসিডিডিআর,বি এবং জার্মান ডক্টরস এর আর্থিক সহায়তায় ১২১০ জন হিজড়া ও এমএসডব্লিউকে খাদ্য সহায়তা প্রদান করছে। এর অংশ হিসাবে অদ্য ১০.৬.২০২০ তারিখ সকাল ১১ টায় বগুড়া শহরের ৬২ জন দরিদ্র ও কর্মহীন হিজড়া ও এমএসডব্লিউ এর মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করাহয়।
লাইট হাউস এর প্রধান কার্যালয়ে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন জনাব আবু সাঈদ মোঃ কাওছার রহমান, উপ-পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর এবং বগুড়া সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার মোঃ সালাহউদ্দিন, লাইট হাউসের উর্দ্ধতন কর্মকতাবৃন্দ এবং হিজড়া গুরু ও বলাকা হিজড়া সংঘের সভাপতি খাদিজা আক্তার সুমী হিজড়া। যৌন সংখ্যা লঘু -পুরুষ যৌনকর্মী, হিজড়া জন গোষ্ঠীর মধ্যে ৩০ দিনের খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক হিজড়া ও এমএসডব্লিউর মধ্যে চাউল-১২ কেজি, আলু-৪ কেজি, মশুর ডাল-২ কেজি, সয়াবিন তেল-২ লিটার, লবন-২ কেজি ও ২ কেজি পিয়াজ বিতরণ করা হয়।
উপ-পরিচালক সমাজসেবা, লাইট হাউসের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিস্তবানদের এমন উদ্যোগে সামীল হওয়ার আহবান জানান। খাদ্য সামগ্রী গ্রহণকারী হিজড়াগণ আইসিডিডিআর,বি এবং জার্মান ডক্টরস এর কাছে কৃতজ্ঞতা প্রকা শকরেন এবং এই সময়ে এত পরিমাণ খাদ্য সহায়তা প্রদানের জন্য তাদের উন্নতি ও এই রকম সহায়তা অব্যাহত রাখার আবেদন জানান।