বগুড়ায় করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়লো, নতুন শনাক্ত ৮২
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বুধবার (১০ জুন) জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০৩৭ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে, মৃত্যু হয়েছে ৮ জনের। বর্তমানে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫৬ জন।
২৪ ঘন্টায় আক্রান্ত দের মধ্যে ৬৩ জন পুরুষ,১৭ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে।
বিষয়টি রাত ৯টায় নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
সময় স্বল্পতার কারণে বগুড়ায় বিভিন্ন উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর বিস্তারিত তথ্য জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। তবে আগামীকাল জানা যাবে।
বগুড়ায় পেশাভিত্তিক করোনা আক্রান্তদের মধ্যে চিকিৎসক, ও বেশকিছু পুলিশ সদস্য আছে বলে জানান তিনি।
করোনা সংক্রমণের উল্লেখযোগ্য স্থানগুলো হলো সদরের চুড়িপট্টি, নারুলী,নামাজগড়,ঠনঠনিয়া, জ্বলেশ্বরীতলা।
বুধবার ১০ জুন, শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার সবগুলো পরীক্ষার ফলাফলে ৫৯ জন পজিটিভ ও টিএমএসএস এর ৭৬ টি পরীক্ষায় বগুড়ায় ৭০ টি নমুনার বগুড়া জেলার ২৩ জনের করোনা পজিটিভ আসে।