নিজ ক্যাম্পাসের ২০০ দোকানিকে আর্থিক সহায়তা মুশফিকুর রহিমের

বগুড়ার সন্তান মুশফিকুর রহিমের জীবনের বড় একটা অংশ কেটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন তিনি। বর্তমানেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এম.ফিল করছেন৷
বর্তমান পরিস্থিতিতে তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নজরে আসার মতো। তারই ধারাবাহিকতায় এবার নিজ ক্যাম্পাসের ২০০ দোকানীকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেছে কৃতি শিক্ষার্থী মুশফিকুর।
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান তিনমাসের বেশি সময় ধরে বন্ধ আছে। ক্যাম্পাস বন্ধ থাকায় উপার্জন বন্ধ ভ্রাম্যমাণ দোকানির। মুশফিকের ইতিহাস বিভাগের অধ্যাপক সে খবর দেয় মুশফিকুর রহিমকে।
মুশফিকুরের কানে পৌছাতেই আর্থিক সহায়তার উদ্যোগ নেন তিনি। ভালোবাসার ক্যাম্পাসের ভালোবাসার সেইসব মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিষয়টা আত্মতৃপ্তিরো বটে।
জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে মুশফিক বলেন, ‘আমাদের দেশের এখন যে পরিস্থিতি, এখন সব খাতের মানুষেরই কষ্ট। যেহেতু অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ। একারণে আমরা চেষ্টা করছি তাদের সাহায্য করার। অনেক দোকান আছে যেখানে বসে আমি খেয়েছি। ক্যাম্পাসের বটতলা, ক্যাফেটেরিয়া, ডেইরি গেট, প্রান্তিক গেট, এম এইচ হলের দোকান -সবাই আমার অনেক কাছের মানুষ।’