জাতীয়
পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের মৃত্যু
পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০) বুধবার বিকেলে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিন সপ্তাহ আগে তিনি করোনায় শনাক্ত হন।
পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ডা. মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ছিলেন তাহেরা আক্তার।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রায় তিন সপ্তাহ আগে তাহেরা আক্তারের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। তখন রাজধানীর ধানমন্ডিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে হৃদরোগের সমস্যা দেখা দিলে মঙ্গলবার তাকে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।