জাতীয়
বিদেশ থেকে ৭৬ হাজার ৪ কোটি টাকা ঋণ নেবে সরকার
বাজেট বাস্তবায়নের জন্য বিদেশ থেকে ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) উত্থাপন করা প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়নে বৈদেশিক ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪ কোটি টাকা।
অপরদিকে ২০২০-২১ অর্থবছরে সরকার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিতে চায় ১ লাখ ৯ হাজার ৯৮০ কোটি টাকা। এনবিআর ও এনবিআরবহির্ভূত খাত মিলিয়ে মোট রাজস্ব আসবে তিন লাখ ৭৮ হাজার ৯০ কোটি টাকা। এরমধ্যে আগামী অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দেওয়া হয়েছে।
জানা গেছে, বৈদেশিক অনুদান আসবে আরও ৪ হাজার ১৩ কোটি টাকা।