বগুড়ায় ২৪ ঘন্টায় সাংবাদিকসহ মোট ৫১ জনের করোনা শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ১২ জুন (শুক্রবার) জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১৮৬ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে, মৃত্যু হয়েছে ১১ জনের। বর্তমানে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০৮৯ জন।
২৪ ঘন্টায় আক্রান্ত দের মধ্যে ৩৩ জন পুরুষ,১৩ জন মহিলা ও ০৫ জন শিশু রয়েছে। বিষয়টি রাত ৯টায় নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় পেশাভিত্তিক করোনা আক্রান্তদের মধ্যে একজন সাংবাদিক করোনা শনাক্ত হয়েছেন।
আক্রান্ত ৫১ জন ব্যক্তির মধ্যে সদর উপজেলায় ২৯ জন,গাবতলী উপজেলায় ১০ জন, শিবগঞ্জ উপজেলায় ০৭ জন, দুপচাঁচিয়া উপজেলায় ০৪ জন ও আদমদিঘী উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনা সংক্রমণে সদর উপজেলার উল্লেখযোগ্য স্থানগুলো হলো সদরের জহুরুল নগর, চেলোপাড়া এবং বারপুর।
শুক্রবার ১২ জুন, শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার সবগুলো পরীক্ষার ফলাফলে ৩৪ জন পজিটিভ ও টিএমএসএস এর ৯৪ টি পরীক্ষায় বগুড়ায় ৮৬ টি নমুনার বগুড়া জেলার ১৭ জনের করোনা পজিটিভ আসে।