আন্তর্জাতিক খবরজাতীয়

করোনা শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে বিশ্বে ১৮তম বাংলাদেশ।

বাংলাদেশে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২,৮৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট করোনা আক্রান্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। শনাক্তের সংখ্যায় বাংলাদেশ ১৮তম।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চীনে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮৫৬ জনসহ মৃত্যু ৪৪ জনের। মোট আক্রান্ত ৮৪৩৭৮ জন, মোট মৃত্যু ১১৩৯ জনের। দেশে নতুন করে সুস্থ হয়েছে ৫৭৮ জন, মোট সুস্থ ১৭৮২৭ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button