জাতীয়

লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা আরও অবনতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম লাইফ সাপোর্টে রয়েছেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

নাসিমের নতুন করে হার্টে সমস্যা দেখা দিয়েছে, আগে এই সমস্যা ছিল না। গতকাল উচ্চ রক্তচাপ অস্থিতীশীল থাকলেও আজ একটু স্থিতীশীল অবস্থাতে রয়েছে। শুক্রবার (১২জুন) দিবাগত রাতে জানিয়েছন, অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

তার সার্বিক অবস্থা সম্পর্কে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, অবস্থা সংকটাপন্ন ও খুবই ক্রিটিক্যাল। তবে হার্ট চলছে, তাই চিকিৎসা চলছে। মেশিনের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চলছে। এসব ক্ষেত্রে পরিবারকে লিখিত ডিক্লারেশন দিতে হয় যে তারা চিকিৎসা চালাবেন না তখন মেশিন খুলে দেওয়ার বিষয় আসে। তার আগে পর্যন্ত যেহেতু তার হার্ট অ্যাক্টিভ আমরা চিকিৎসা চালিয়ে যাব।

উল্লেখ্য, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার রিপোর্ট পরপর তিনবার নেগেটিভ এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল। সব মিলিয়ে তার অবস্থা খুব সংকটাপন্ন বলেই মন্তব্য করেছেন চিকিৎসকরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button