উপজেলাকাহালু উপজেলা
বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম (২৭) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়।
ঘটনাটি বুধবার বেলা ১১.৩০ এর দিকে ঘটে। সে কাহালু পৌর এলাকার উলট্ট পূর্বপাড়ার মৃত আয়ুব আলীর পুত্র।
কাহালুর কালাই ইউপির কর্ণিপাড়ার সারমাঞ্জা নামক একটি পুকুরে জেলেদের সাথে মাছ ধরতে যায় শামীম। সেখানে পুকুরে রাখা অ্যারেটর মেশিনের সাথে বিদ্যুৎ সংযোগের তারটি গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শ হয়ে সে মারা যায়।
তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ যাকারিয়া রানা।