করোনা আপডেট
বগুড়ায় নতুন করে আরো ১৮৬ জনের করোনা শনাক্ত, মোট ১৭০২

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৬ জুন (মঙ্গলবার) পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭০২ জনের। সুস্থ হয়েছেন মোট ১৫৩ জন, মৃত্যু হয়েছে ২২ জনের।
আজ সকালে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, গত ৪,৫ ও ৬ জুন ঢাকায় পাঠানো নমুনার ফলাফলে ১০৬ টি ফলাফল পজিটিভ আসে,এছাড়া গতকাল ২৪ ঘন্টায় শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার সবগুলো পরীক্ষার ফলাফলে ৫৪ জন পজিটিভ ও টিএমএসএস এর ৯৪ টি পরীক্ষায় বগুড়ায় ৮১ টি নমুনার বগুড়া জেলার ২৬ জনের করোনা পজিটিভ আসে।
আক্রান্ত ১৮৬ জনের উপজেলা ভিত্তিক তথ্য পাওয়া যায়নি তবে আজ দুপুরে জানানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।