বগুড়া সদর উপজেলা

জ্বর,কাশি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালকের মৃত্যু

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে গড়ে ওঠা আইসোলেশন ইউনিটে জ্বর,কাশি নিয়ে বগুড়া প্রত্নতত্ত্ব অফিদপ্তরের আঞ্চলিক সহকারী পরিচালক মজিবুর রহমান(৫৮) মারা গেছেন।

খবরটি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ খাইরুল বাশার মোমিন।

তিনি জানান, মৃত মুজিবুর রহমানের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়। বগুড়ায় প্রত্নতত্ত্ব বিভাগে আঞ্চলিক সহকারী পরিচালক পদে চাকরি করতেন।

২০ জুন, শনিবার দুপুর ১২.৩০ মিনিটে তিনি জ্বর কাশি নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হোন। চিকিৎসা চলাকালীন সময় রাত ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।

আগে থেকেই তিনি উচ্চরক্তচাপ ও অ্যাজমা রোগী ছিলেন। তার শরীরে কোভিড আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান আরএমও।
তবে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য টিএমএসএস পিসিআর ল্যাবে দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button