করোনা আপডেট

বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০০০ ছাড়ল

বগুড়ায় একদিনে আরও ১০০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ২১৫ জন। নতুন করে করোনা আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ৩১জন।

রবিবার ২০ জুন, সকাল ১১ টায় খবরটি নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

২৪ ঘন্টায় বগুড়ায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৭৪ জন, মহিলা ২৪ জন এবং শিশু রয়েছে ২ জন। সংক্রমিত দের মধ্যে সদরে ৮৯, শাজাহানপুর ০৪ জন, গাবতলী ২,কাহালু ২ জন, সারিয়াকান্দি, শেরপুর ও ধুনট উপজেলার ১ জন করে করোনা আক্রান্ত হয়েছেন।

২০ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া জেলার ১৮৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে করোনা পজিটিভ এসেছে ৫২ জনের।

অপরদিকে টিএমএসএস আর টি পিসিআর ল্যাবে মোট ১৮৮ টি নমুনা পরীক্ষায় বগুড়ার ১৫১ টি পরীক্ষার ফলাফলে ৪৮ জনের করোনা পজিটিভ এসেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button