করোনা আপডেট

সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর এলাকাভিত্তিক সংখ্যা




বগুড়া সদর ও পৌরসভার এলাকা ভিত্তিক ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশ করেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার ২২ জুন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার হায়দার খান এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

২১ জুন ২৪ ঘন্টায় সদর উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে আছেন, সাবগ্রামের ১ জন,কানচগাড়ি ১ জন, তিনমাথা ২জন,ফুলবাড়ী একজন, ছিলিমপুর তিনজন এপিবিএন দুইজন নূরানীমোর একজন,চেলোপাড়া তিনজন, কামারগাড়ি একজন, নাটাইপাড়া ২জন, কাটনারপাড়া একজন,কলোনি দুইজন, ফুলতলা একজন, বাদুরতলা একজন, জলেশ্বরীতলা একজন, সাতমাথা একজন, চকলোকমান একজন, পুলিশ লাইন দুইজন, সূত্রাপুর তিনজন, বড়গোলা একজন, নারুলি চারজন, আটাপাড়া দুইজন, উপশহর দুইজন, জয়পুরপাড়া একজন, মালগ্রাম দুইজন, জহুরুল নগর দুইজন, চকসুত্রাপুর দুইজন, কৈপাড়া দুইজন, কালিতলা একজন, ঠনঠনিয়া ৬ জন, হাকিরমোড় একজন, সেউজগাড়ী একজন, কৈগাড়ি একজন, সুলতানগঞ্জ পাড়া একজন, নামাজগড় একজন, গোকুল একজন, রহমাননগর একজন, শাখারিয়া একজন, বৃন্দাবনপাড়া একজন, নিশিন্দারা একজন, এবং ধাওয়াপাড়া একজন।

এছাড়াও ৭ জনের ফোন বন্ধ পাওয়া গেছে। ৬ জন ব্যক্তির নাম্বার ভুল দেওয়া আছে। একজন মোবাইল নাম্বার দেন নি। একজন ফোন ধরেননি, এবং অন্য জেলার রয়েছে তিনজন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button