বগুড়া সদর উপজেলা
বগুড়ার চেলোপাড়ায় ফ্লাওয়ার মিল ম্যানেজারের লাশ উদ্ধার

বগুড়ার শহরের চেলোপাড়া এলাকায় মোস্তফা নামের (৫৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় চেলোপাড়ার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোস্তফা রাজু মারোয়ারির ফ্লাওয়ার মিল মিলের ম্যানেজার ছিলেন। পুলিশের ধারণা,নিজে নিজেই গলায় গামছা পেছিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএস বদিউজ্জামান বলেন,ঘটনার পর সন্ধ্যায় লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।