করোনা আপডেট

২৪ ঘন্টায় সদরে করোনা আক্রান্ত রোগীর এলাকাভিত্তিক সংখ্যা



বগুড়া সদর ও পৌরসভার এলাকা ভিত্তিক ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশ করেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার ২৩ জুন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডাঃ বুবলী সাহা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

২২ জুন ২৪ ঘন্টায় সদর উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে আছেন,
আটাপাড়া ২জন, বারপুর ৩জন, বিসিক একজন, বড়গোলা ৪ জন, চারমাথা একজন, চকসুত্রাপুর ২জন, কলোনী ৪জন, ফুলবাড়ী ৩জন, হাজরাদিঘী একজন, ফুলতলা ৩জন, জেলখানার মোড় একজন, জলেশ্বরীতলা ৪জন, জহুরুলনগর ৩জন, কাটনারপাড়া একজন, খান্দার ৩জন, লতিফপুর ৩জন, মোহাম্মদ আলী হাসপাতাল ২জন, মালতিনগর ৬ জন, নারুলী ৪জন, নাটাইপাড়া ২জন, নিশিন্দারা ৩জন , নূরানীমোর একজন, পারবগুড়া একজন, পিটিআই মোড় একজন, পুরান বগুড়া একজন, রহমান নগর একজন, সদর থানা একজন, সেউজগাড়ী ২জন, শাকপালা ২জন, শিববাটি ২জন, সুলতানগঞ্জ পাড়া একজন, সূত্রাপুর ৪জন, জিয়া মেডিকেল একজন, ঠনঠনিয়া ৫জন, ঠেঙ্গামারা একজন, উপশহর একজন, ছোট কুমিরা একজন, লাহিড়ীপাড়া ২জন, নুনগোলা একজন।
এছাড়াও ৭ জনের ফোন বন্ধ পাওয়া গেছে।

এছাড়াও ফোন ধরেনি ১জন, নাম্বার ভুল দেওয়া আছে ২ জনের, এবং অন্য জেলার রয়েছে ১জন।



এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button
A palavra '' foi encontrada no array.