বগুড়ায় তালেব হত্যার মূলহোতা ফিরোজ র্যাবের হাতে আটক

বগুড়া সাবগ্রাম আকাশতারা এলাকার যুবলীগ নেতা তালেব হত্যার মূল আসামী ফিরোজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২। গতকাল (২২ জুন) নওগাঁ জেলার বদলগাছী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বগুড়ার ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ৫ টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলা থেকে ফিরোজকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি।হত্যাকান্ডের মুল আসামী ফিরোজকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এরপর র্যাব সদস্যদের কাছে হত্যায় ব্যবহৃত অস্ত্রের সন্ধান দেন ফিরোজ। তার দেখিয়ে দেয়া বগুড়া সদরের মাটিডালি-বনানী ২য় বাইপাস সড়কের পূর্ব পাশের কর্ণপুর এলাকায় র্যাবের দল গিয়ে একটি জঙ্গলের ভিতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ১ টি চাকু, ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২ টি মোবাইল এবং ৩ টি সিমকার্ড জব্দ করে র্যাব।
এর আগে, গত ১৪ জুন বগুড়ার সদরের সাবগ্রাম আকাশতারা এলাকায় যুবলীগ নেতা আবু তালেবকে দিনে দুপুরে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পরেরদিন তালেবের স্ত্রী বাদী হয়ে ১৫ জুন একটি হত্যা মামলা করেন। এতে ফিরোজ ওরফে ফোকরাকে প্রধান আসামী করা হয়। এ ছাড়া চাঁন ও বাপ্পার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামী করা হয়।চান ও বাপ্পাকে এর আগে ডিবি পুলিশের একটি টীম এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে রক্তমাখা কাপড়ে গ্রেফতার করা হয়।