করোনা আপডেট

বগুড়া সদরে করোনায় আক্রান্ত মোট রোগী যেসব এলাকার

বগুড়া সদরে ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত ব্যক্তিদের এলাকাভিত্তিক তথ্য প্রকাশ করেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
আজ বুধবার বিকাল ৩টায় ফেসবুক লাইভের মাধ্যমে জানান সদর উপজেলার করোনা ফোকাল পার্সন ডাঃ মনিরুজ্জামান মনির।

২৪ ঘন্টায় সদরে আক্রান্ত রোগীর এলাকা ভিত্তিক তথ্যে মধ্যে ঠনঠনিয়া ৩ জন, মালতিনগর,বকশিবাজার ৩জন, নাটাইপাড়া ২জন, মাটিডালি ২জন, ভাটকান্দি ১ জন, চেলোপারা একজন, সূত্রাপুর একজন, মালগ্রাম একজন, পালশা একজন, পুলিশ লাইন একজন, নামাজগড় একজন, শাকপালা ২জন, নওদাপাড়া একজন, শেখেরকোলা একজন, কলোনি একজন, জলেশ্বরীতলা ৩জন, ফুলবাড়ী ২জন, পুরানবগুড়া ৩জন, ফুলতলা ২জন, কানছগাড়ি ৪জন, এবং দুইজন অন্যান্য উপজেলায় প্রেরনকৃত।

এছাড়াও পহেলা এপ্রিল থেকে এপর্যন্ত বগুড়া সদরে মোট করোনা রোগীর এলাকাভিত্তিক সংখ্যাও প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।

এ পর্যন্ত সদরের মোট করোনা রোগীর সংখ্যা ১৬৭৯ জন। তাদের মধ্যে চেলোপাড়ায় ১০১ জন, নারুলী ৫৩ জম, কৈপাড়া ১২ জন, নাটাইপাড়া ৪৬ জন, বউবাজার ২ জন, সাবগ্রাম ১৫ জন, ধাওয়াপাড়া ৯ জন, মালতীনগর ৫৬ জন, বকশীবাজার ১২ জন, জলেশ্বরীতলা ৫৮ জন, ঠনঠনিয়া হাড়িপাারা ৬২ জন, লতিফপুর কলোনী ৪৪ জন, চকফরিদ ৫ জন, চকলোকমান ৬ জন, বেজোড়া ৪ জন, চকসূত্রাপুর ২৩ জন, ভাটকান্দি ৫ জন, পার বগুড়া ৬ জন, সেউজগাড়ী ২০ জন, কানুছগাড়ী ১০ জন, রহমাননগর ১৮ জন, কাটনারপাড়া ৩৯ জন, শিববাট্টি ১৮জন, কালিতলা ২১জন, দত্তবাড়ি ১৩জন, মাটিডালী ২৪জন , বাদুরতলা ৩২জন, সূত্রাপুর ৫০জন, উপশহর ৩২জন, নামাজগড় ২০জন , সুলতানগঞ্জ পাড়া ৫ জন, খান্দার ১২ জন, নিশিন্দারা ৪২ জন, বড়গোলা ১৫জন, ওয়াপদা ২ জন, আটাপাড়া ১৭জন, বৃন্দাবনপাড়া ৩৯, জয়পুরপাড়া ও বিসিক ১০জন , জহুরুলনগর ১৮জন, জামিলনগর ৭জন, ফুলতলা ১৫জন, ফুলদিঘী ৬জন, ফুলবাড়ী ৪১জন, পালশা ১০জন, তিনমাথা ৮জন, চারমাথা ৯জন, ছিলিমপুর ৯জন, পুরাণ বগুড়া ৫জন , শাকপালা ৮জন , হাকিড় মোড় ৫জন, তেতুলতলা ১জন, কৈগাড়ী ১১জন, বারোপুর ৯জন, ঝাউতলা ১জন, রাজাবাজার ৩জন, নিউ মার্কেট ৬জন, সাতমাথা ৩জন, ধরমপুর ৭জন, মালগ্রাম ২১জন,  চাঁদপুর ২জন, গোদারপাড়া ৯জন, চাদপাড়া ১জন, নূরানীমোড় ৬জন, মফিজপাগলার মোড় ২ জন, পিটি আই মোড় ১জন, আজাদ পাম্প ১জন, জাহাঙ্গীরাবাদ ১জন , সবুজবাগ ৮জন, কৈচড় ২জন , সোহারপাড়া ১জন, বেলাইল ৩জন, চৈতনাপুর ১জন, বানদিঘী ১জন, কামারগাড়ী ৬জন, ফাপোড় ২জন, শহরদিঘী ৩জন, তিলেরপাড়া ১জন, নওদাপাড়া ৫জন, বাঘোপাড়া ৩জন, গোকুল ১৭জন, মহিষ বাথান ৫জন , এরুলিয়া ২জন ,  হাজরাদিঘী ১জন , রাজাপুর ১জন, নুনগোলা ৬জন, আশাকোলা ১জন, বুজরুকবাড়িয়া ১জন, লাহিড়ীপাড়া ২জন , মেঘাগাছা ৪জন, দশটিকা ৩জন, চালিতাবাড়ী ২জন, চক আলম ১জন, কামারখন্ড ১জন, শেখেরকোলা ৩জন, নামুজা ৭জন, ছোট কুমিড়া ২জন, ঠেঙ্গামারা ৪জন, শজিমেক ২৯জন, টিএমএসএস ৭জন, মোহাম্মদ আলী হাসপাতাল ১৩জন,  পুলিশ লাইন্স ৭২জন, জেলা কারাগার ১৫জন, জজ কোর্ট ১, সদর থানা ৫, নারুলী পুলিশ ফাড়ি ৩জন, এপিবিএন ৩জন ও বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়ার্টার ৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। 
ফোন বন্ধ, ভুল নাম্বার,  নাম্বার নেই, অন্য জেলা ও উপজেলা এমন রোগী রয়েছে ২৪২জন বলে জানান ফোকাল পার্সন।




তিনি আরো জানান এ পর্যন্ত বগুড়া সদরে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৬৭৯ জন, সুস্থ হয়েছেন মোট ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button