করোনা আপডেট
বগুড়ায় চিকিৎসক, সাংবাদিক এবং পুলিশসহ ১০৯ জনের করোনা শনাক্ত
বগুড়ায় নতুন করে আরও ১০৯ জন ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫১৬ জন। নতুন ৯ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ২৮৩ জন। করোনা পজিটিভ হয়ে নতুন ১ জন মৃত্যুবরণ করায় মোট মৃতের সংখ্যা ৪৩ জন।
আজ বৃহস্পতিবার, ২৫ জুন খবরটি নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
২৪ ঘন্টায় করোনা সংক্রমিতদের মধ্যে পুরুষ ৭৬জন, নারী২৯জন, শিশু ৪ জন।
আক্রান্তদের মধ্যে সদরে ৭৬, শেরপুর ৭, শাজাহানপুর১০,গাবতলী ৬, কাহালু ৩, ধুনট ২, শিবগঞ্জ ২, আদমদীঘি, নন্দীগ্রাম ও সারিয়াকান্দি একজন করে।
২৪ জুন, শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ৬৫ জন পজিটিভ, টিএমএসএস এর ১৪৬ ফলাফলে ৪৪ জন পজিটিভ এসেছে।