বগুড়া সদর উপজেলা
বগুড়ায় করোনা আক্রান্ত সাংবাদিকদের জন্য দোয়া মাহফিল
বগুড়ায় করোনা আক্রান্ত সাংবাদিক সহ সারাদেশের করোনা আক্রান্ত সাংবাদিকদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সম্প্রতি বগুড়া শহর এ বেশ কিছু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার একাধিক রিপোর্টার, ক্যামেরা পার্সন, ও ফটো সাংবাদিক করোনা পজিটিভ হয়ে নিজ নিজ বাড়ীতে আইসলেশনে রয়েছেন। সেই সকল সাংবাদিক ভাই বোনদের রোগ মুক্তি কামনা ও বগুড়ার সকল মুনুষ যাতে নিরাপদে থাকে সেই জন্য বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বাদ জুমআ এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বগুড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি জিয়া শাহীনের আয়োজনে এই দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতীব মুফতি মাওলানা আব্দুল কাদের।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।